গাংনীতে ছাত্রীদের মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

  • মেহেরপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৬:৫৮ পিএম

মেহেরপুর: গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীদের মারধর ও গালি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বাঁশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের কাছে দুজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সরেজমিনে গিয়ে মারধর ও গালি দেওয়ার ঘটনা সত্যতার প্রমাণ পেয়েছেন।

অভিযুক্ত শিক্ষকরা হলেন,  বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক রুহিনা তাসনিম, ও শাম্মীয়ারা দীপ্তির বিরুদ্ধে এর আগেও ছাত্রীদের মারধর সার্রিক নির্যাতন করার অভিযোগ ছিলো।

এ ব্যাপারে বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম জানান, আমি ১৯৯৫ সাল থেকে এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি, শাম্মীয়ারা দীপ্তি ও রুহিনা তাসনিম আমার কথা শোনেনা, বিদ্যালয়ে সঠিক সময়ে আসেনা। আমি বলতে গেলে  আমাকে মানসিকভাবে হেনস্থা করে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দীন জানান, বাঁশবাড়িয়া সরকারি বিদ্যালয়ের অভিযুক্ত দুজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের মারধর ও গালি দেওয়ার অভিযোগ ছিলো। এর আগে তাদের সতর্ক করা হয়েছিল।আবারো তারা শিক্ষার্থীদের মারধর নির্যাতন করেছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি তদন্ত চলছে প্রাথমিকভাবে মারধর করার সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এআর