নীলফামারীতে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ০৭:৫৫ পিএম

নীলফামারী: নীলফামারীর ডিমলায় তিস্তার পানি থেকে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।

বুধবার (২ অক্টোবর) উপজেলার দক্ষিণ খড়িবাড়ি কোদালধোয়া চৌপথি তেলিরবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল, আলু, তেল, লবন, ডাল, চিরা, গুড, লাইট ও মোমবাতি।

এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন প্রমুখ।

জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন,‌ ‌‍‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। প্রাথমিকভাবে আজকে ৪০০জনের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারকে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

এসএস