মাসুদ সাঈদী

শেখ হাসিনা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেই পালিয়েছে 

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৮:৫২ পিএম

পিরোজপুর: পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার সরকার ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। 

কিন্ত তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিকালে জিয়ানগর উপজেলার করারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে মাসুদ সাঈদী এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা-হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মত দিনের ভোট রাতে নিত। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই। যে আওয়ামী লীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্ত আওয়ামী লীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের উপর হামলা, মিথ্যা মামলা করেছেন তাদের কোনো ক্ষমা নাই। 

[233597]
 
চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারী মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারী মো. তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আ. হাই প্রমুখ। 

মাসুদ সাঈদী আরও বলেন- ধর্ম যার যার আধিকার সবার সমান। এদেশে হিন্দু মুসলমান সকলের সমান অধিকার রয়েছে। যারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” এ কথায় আমরা বিশ্বাসী না। সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই বোন। তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মত এদেশে তাদেরও সমান অধিকার রয়েছে।

এআর