ময়মনসিংহ: ময়মনসিংহে কিছুতেই কমছে না বন্যার পানি। আবারও বৃষ্টি শুরু হওয়ায় বাড়ছে পানির পরিমাণ। এতে করে প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর উপজেলার ৩০টি গ্রাম। পানি বাড়ার সাথে সাথে বেড়েেছে বানভাসীদের দুর্ভোগ। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ থাকলেও উপজেলা প্রশাসন বলছে ঔষধ ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কংস ও নেতাই নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। টানা পাঁচদিনের পানিতে ভোগান্তি বেড়েছে মানুষের। পানিবন্দি হয়ে আছেন দুই লক্ষাধিক মানুষ। নতুন করে অনন্ত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
ঘরবাড়িতে পানি উঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। চরম সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির। প্রসাশনের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ জানান বানভাসী মানুষ।
পানি বন্দী মুক্তা বেগম জানান, পাঁচদিন ধরে ঘরে পানি ঢুকেছে। রান্নাবান্না বন্ধ। ছোট ছোট বাচ্চারা না খেয়ে থাকে। অনেক কষ্টে দিনরাত পাড় করছি।
সহায়তা না পেয়ে ক্ষোভ নিয়ে একাধিক ভুক্তভোগীরা জানায়, বন্যার মধ্যে কেমন আছি কেউ খোঁজ নিতে আসেনি। কি খাব, কই যাব তাও জানি না। বন্যার পানিতে মরব নাকি না খেয়ে মরব আল্লাহ জানেন। আমাদেরকে সহযোগিতা করে বাঁচান।
এই বিষয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন জানান, আজ নতুন করে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। অধিকাংশ ইউনিয়ন পানির নিচে আছে। উজানের পানি নিম্নাঞ্চলে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষদের জন্য শুকনো খাবার ও ঔষধ বিতরণ করা হচ্ছে।
এদিকে তিন উপজেলায় নগদ সাত লাখ টাকা ও ৬৩ টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
এসএস