এক ইলিশের দাম ৭ হাজার টাকা!

  • জাহিদুল ইসলাম জাহিদ, কলাপাড়া | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০২:৩৫ পিএম

পটুয়াখালী: পটুয়াখালী কুয়াকাটার জেলে আলমাছ মাঝি। সাগরে মাছ ধরাই যার পেশা। এই মাঝ ধরেই চলে তার সংসার, চালান জীবিকা। সোমবার (৭ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়েছিলেন তিনি। জাল ফেলেছিলেন সাগরে চর বিজয়ের পূর্বপাশ এলাকায়। কিন্তু সারা রাত জাল ফেলেও চাহিদামতো মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালেই কপাল খুলে যায় তার। এক ইলিশ মাছেই তিনি আয় করে বসেন ছয় হাজার ৮৪০ টাকা!

আলমাছ মাঝি বলেন, গেল রাতে মাছ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু আজ সকালে এক জালেই সেই হতাশা কেটে গেছে। দুই কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ ধরা পড়ায় চালান চলে এসেছে। এই বড় মাছটির সাথে আরও ছোট সাইজের কিছু ইলিশ ও অন্যান্য মাছও ধরা পড়েছে।  সব মিলিয়ে মহাজনের আজকের দাদনের টাকা নিয়ে চিন্তা রইলো না। 

তিনি আরও বলেন, সাগরে এতো বড় ইলিশ সচরাচর দেখা যায় না। আজ সকালে কুয়াকাটা মেয়র বাজার মাছ আড়তের মনি ফিশ মৎস আড়তে নিয়ে আসি। পরে ফিশ বেলী নামের এক অনলাইন ব্যবসায়ী এক লাখ ১৫ হাজার টাকা মন হিসেবে ছয় হাজার ৮৪০ টাকায় মাছটি কিনে নেয়।

এ সময় ইলিশটি দেখতে ঘাটে অনেকেই ভিড় করেন। 

স্থানীয় মৎস্য আড়তের ম্যানেজার মো. মিজান জানান, তার মালিকের দাদন দেওয়া জেলে আলমাছ মাঝির জালে ইলিশটি ধরা পড়েছে। এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই দাম একটু বেশি হয়েছে। তবে এর চাইতেও বেশি দাম হতো যদি মাছের পেটে ডিম না থাকতো। ডিম ছাড়া হলে মাছটি দাম আনুমানিক ১০ হাজার টাকার মত বিক্রি করতো পারতো জেলে। 

মাছটির ক্রেতা অনলাইন শপ ফিশ বেলী মালিক রাসেল বলেন, মাছটি আমরা কিনে নিয়েছি। আমাদের অনেক অনলাইন ক্রেতা আছে তারা সাগরের এই মাছ সব থেকে বেশি পছন্দ করে। ইতোমধ্যে অনেকে মাছটি কেনার জন্য যোগাযোগ করেছে। 

এসএস