হিলিতে কমেছে কাঁচা মরিচের ঝাঁজ, বেড়েছে সবজির দাম 

  • হিলি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৯:০০ পিএম

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচা মরিচের ঝাঁজ, বেড়েছে সব ধরনের সবজির দাম। দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা।

যে কাঁচা মরিচ দুই দিন আগে খুচরা বাজারে বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি দরে সেই কাঁচা মরিচ আজকে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে তিন দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে হিলি বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

বাজারে প্রতিটা সবজি ২০ থেকে ৩০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পটল ২০ টাকা কেজিতে বেড়ে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে, কাঁকরোল ৩০ টাকা কেজিতে বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, করলা ২০ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি বাজারের সবজি বিক্রেতা আইজুল ইসলাম বলেন, উত্তরা অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে বন্যার কারণে সব আবাদ নষ্ট হয়ে গেছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমের কারনে সবধরনের সবজির দামটা বেড়েছে। দুই তিন দিনের ব্যবধানে প্রতিটা সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। 

তিনি বলেন, যেখানে দুইদিন আগে বেগুন বিক্রি হয়েছিল ৫০ টাকা কেজি দরে, সেই বেগুন আজকে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। পটল বিক্রি হয়েছিল ৩০ টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, কাকরুল বিক্রি হয়েছিল ৫০ টাকা কেজি দরে, সেটি এখন ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি বাজারে সবজি কিনতে আসা ফারুক হোসেন বলেন, আজকে বাজারে এসে দেখি সব জিনিসের মধ্যে আগুন ধরে গেছে। প্রতিটা সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। হঠাৎ করে দু- একদিনেই এভাবে যদি কাঁচা বাজারের দাম বেশি হয়, তাহলে আমরা কিনবো কেমন করে।

আরেকজন সবজি ক্রেতা বলেন, আজকে বাজারে সবজির দাম এতো বেশি যে কেনাই মুশকিল হয়ে গেছে। তারপরও কি করবো খাওয়া লাগবে তো! তাই অল্প করে কিনলাম। তবে বাজারে হঠাৎ করে এমন জিনিসপ্রত্রের দাম বাড়ানো সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয়। সরকারের পক্ষ থেকে যদি বাজার মনিটরিং করা যেত তাহলে হয়তো দামটা সহনীয় পর্যায়ে থাকতো।

কাস্টমস সূত্রে, সপ্তাহের প্রথম দিন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৪ দিনে হিলি স্থলবন্দর দিয়ে ১২৬ ভারতীয় ট্রাকে ১ হাজার ১শ ৬৪ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে। 

আইএ