রামগঞ্জে দেয়াল চাপা পড়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৯:৪৬ পিএম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে কাজ করার সময় দেয়াল ভেঙে চাপা পড়ে শরীফ হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সাড় ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেফালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরীফ সেফালিপাড়া গ্রামের বাইন্নার বাড়ির দুলাল মিয়ার ছেলে ও পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় শরীফসহ কয়েকজন শ্রমিক প্রতিবেশীর দেয়াল সংস্কারের কাজ করছিলেন। তখন দেয়ালটি ভেঙে পড়ে। এতে শরীফ চাপা পড়েন। শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নির্মাণাধীন বাড়ির মালিক প্রবাসী নবী মিয়া বলেন, আমার বসতঘরের কাজ চলমান ছিল। কয়েকদিন ধরেই শরীফসহ তার সহকর্মীরা কাজ করতে আসছে। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে দুর্ঘটনাটি ঘটে। 

শরীফের বাবা দুলাল মিয়া জানান, আমার একমাত্র সন্তান। পরিবারের জীবকা নির্বাহে তার ভূমিকা ছিল। এখন আমাদের কি উপায় হবে। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এনিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। 

আইএ