সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ববি ছাত্রদল নেতা মিনহাজ বহিষ্কার 

  • বরিশাল প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৬:৫২ পিএম

বরিশাল: বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য মিনহাজুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

শনিবার (১২ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। 

[234306]

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মিনহাজুল ইসলামের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, মিনহাজুল ইসলামের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও হল দখলের চেষ্টা সংক্রান্ত অভিযোগ উঠে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদল তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

এআর