সিলেটে ৭৮ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৫:০৭ পিএম

সিলেট: সিলেটে ৭৮ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় আপেল, চিনি, মদ এবং বাংলাদেশি রসুন, টাটা ট্রাক ও সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ অক্টোবর) সকালে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মালামালগুলো জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজার টাকা।

বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল পাঁচ হাজার ৬০০ কেজি ভারতীয় আপেল, এক হাজার ৭৫০ কেজি চিনি, ২৩ বোতল মদ, এক হাজার ৭০০ কেজি বাংলাদেশি রসুন, ১০০ কেজি সুপারি, একটি টাটা ট্রাক এবং একটি সিএনজি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৭৮ লাখ ৫৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

এসএস