ট্রেনের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন সেই হাতির মৃত্যু

  • কক্সবাজার প্রতিনিধি: | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ০৮:২৪ পিএম

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতিটি অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারিপার্কে হাতিটির মৃত্যু হয়। গতকাল সোমবার রাতের দিকে হাতিটি ঢাকা-কক্সবাজার স্পেশাল ট্রেনের সাথে ধাক্কা লেগে আহত হলে মঙ্গলবার ভোরে ডুলাহাজারা সাফারি পার্কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্চ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘শত চেষ্টার পরও আহত বন্যহাতিটিকে বাঁচানো গেল না। মঙ্গলবার ভোরে স্থানীয় বনবিভাগ, চুনতি বন বিট, ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসক দল আহত হাতিটিকে ঘটনাস্থল থেকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে। এরপর রেলওয়ের রিলিফ ট্রেনে করে হাতিটিকে সাফারি পার্কে নিয়ে আসা হয়। এরপর থেকে চলে বিরামহীন চিকিৎসা। কিন্তু, শত চেষ্টার পরও বিকাল সাড়ে ৫টার দিকে হাতিটির মৃত্যু হয়।’

মাজহারুল ইসলাম জানান, ‘হাতিটির বয়স ৮ থেকে ১০ বছর। মাথায় ও পায়ে আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা ব্যথানাশক ওষুধসহ নানাভাবে চিকিৎসা দিয়েছেন। তারপরও শেষ রক্ষা হয়নি।’

লোহাগড়া চুনতি বন বিভাগের দেয়া তথ্যমতে, গত দুইদিন ধরে ছয়টি হাতির একটি দল অভয়ারণ্যে বিচরণ করছিল। হাতি যাতে রেললাইনে ঢুকতে না পারে, সেজন্য এলিফ্যান্ট ওভারপাসের উভয় পাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কিন্তু, ওভারপাসের উত্তর পাশে চলাচলের ছোট একটি পথ রয়েছে। সে পথ দিয়ে অপ্রাপ্তবয়স্ক একটি স্ত্রী হাতি দল থেকে আলাদা হয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেন হাতিটিকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ওই হাতি গুরুতর আহত হয়। হাতিটির পেছনের ডান পা ভেঙে গেছে, মাথায় এবং মেরুদন্ডে গুরুতর জখম হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ডুলাহাজরা সাফারি পার্ক থেকে চিকিৎসক এনে ব্যাথানাশক ইনজেকশন ও বিভিন্ন ওষুধ খাইয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আইএ