চুয়াডাঙ্গায় মাঠ থেকে একজনের লাশ উদ্ধার

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ০৪:১৯ পিএম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ থেকে মান্নান (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান গোবিন্দপুর গ্রামের মৃত হিরাজ মন্ডলের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২০ অক্টোবর) সকাল ৭টার সময় বাসা থেকে বের হন আব্দুল মান্নান। তিনি দর্শনা ভাই ভাই গার্মেন্টসের কর্মচারী ছিলেন। রাতে বাসায় না ফিরলে অনেক খোঁজা খুঁজি করেও পরিবারের লোকজন তার কোন সন্ধান পান নি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ূন কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে বিষপানে আত্মহত্যা করেছেন মান্নান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসএস