সাতক্ষীরা: উপকূলীয় এলাকা সাতক্ষীরায় ইতিমধ্যে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ডানার প্রভাব। বুধবার (২৩ অক্টোবর) দুপুর থেকেই সাতক্ষীরার আকাশ মেঘাচ্ছন্ন গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে দেখা গেছে।
নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হলে ক্ষতিগ্রস্ত বেড়িবাধ ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে গেলে বন্যার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় মোট ১৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুদ রাখা রয়েছে।
এদিকে সাতক্ষীরা আঞ্চলিক আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলি জানান, ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় ডানা সাতক্ষীরায় আঘাত না এনে ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে যেতে পারে। ফলে আজ এবং আগামীকাল সাতক্ষীরায় টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসএস