চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় একটি টায়ারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল রাবার অ্যান্ড সোল নামের ওই কারখানায় আগুন লাগে। পরে আগুন আরও কয়েকটি দোকানে ছড়ায়।
[235332]
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, টায়ারের কারখানায় আগুন লাগার খবর পেয়ে সকালেই তাঁদের কর্মীরা সেখানে যান। আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা।
তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা যাবে বলে তিনি জানান।
স্থানীয়রা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে দেরি করেছে। অভিযোগ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার সাথে তাঁরা এলাকায় ছুটে যান। তবে রাস্তা সরু হওয়াতে আগুন নেভাতে বেগ পেতে হয়।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। টায়ার কারখানার পাশের দোকান ও একটি ভবনে আগুন ছড়ায়। সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসএস