টাকা না পেয়ে ব্যাংকের গেটে তালা দিয়ে বিক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৯:৫৬ পিএম

সিলেট: টাকা না পেয়ে বেসরকারি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংকের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। প্রায় ১ ঘণ্টা তালাবন্ধ ছিল বলে পুলিশ জানায়। বুধবার (৩০ অক্টোবর) সিলেটে উপশহরের শিবগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। 

শাহপরাণ (র.) থানার ওসি মো. মনির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় ব্যবস্থাপক সাব্বির হাসান জানান, টাকার সংকটের কারণে গ্রাহকদের চাহিদামতো টাকা দিতে পরছি না। এ নিয়ে ক্ষুদ্ধ গ্রাহকরা এমন ঘটনা ঘটান। প্রশাসনের লোকজন এসে তালা খুলে দিয়েছেন। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। 

ব্যাংকের একজন গ্রাহক জানান, টাকা জমা নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু গ্রাহকের টাকা দিচ্ছে না। টাকা তুলতে গেলেই বলা হয়- টাকা নাই। 

আলম নামের আরেক গ্রাহক জানান, সঞ্চয়পত্রের নয় লাখ টাকা জমা হয়েছে; কিন্তু কোনো টাকা তুলতে দেওয়া হচ্ছে না। বিদেশ থেকে পাঠানো টাকাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 

আইএ