ঢাকা: বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা পরিষদ খুলনা বিভাগের সভাপতি এনামুল হাসান বিন নুরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুল হাই সাদ্দামের সঞ্চালনায় খুলনা বিভাগীয় সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যশোর শহরের আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসা পরিষদের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুহাম্মদ আসাদ আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমুল উম্মাহ ন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্জ মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহ। উক্ত সম্মেলনে পরিষদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদরাসার কেন্দ্রীয় নেতৃবৃন্দ- বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব কবির বিন সামাদ, শাহ ওয়ালী উল্লাহ ফরহদ, মুফতি শেখ আহমাদ বিন আজাদী, কাজী মুহাম্মদ আব্দুস সালাম, মাওলানা শহিদুল ইসলাম।
[235996]
উক্ত সম্মেলন থেকে বরিশাল বিভাগের আগামী ২০২৪/২৫ সেশনের কমিটি ঘোষণা করেন পরিষদের সম্মানিত মহাসচিব মুফতি আসাদ আকন্দ।
নবনির্বাচিত দায়িত্বশীল মনোনিত হয়েছেন যারা- খুলনা বিভাগের সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা এনামুল হাসান বিন নুর, সহসভাপতি মাওলানা তায়াক্কুল বিল্লাহ, সেক্রেটারি মাও ওয়াজকুরনি, যশোর জেলা সভাপতি মাওলানা মাহাদী হাসান সেক্রেটারি মাওলানা রেজাউল করিম বাগেরহাট জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম সেক্রেটারি ডা. মুফতি আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ হাবিব সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাগুরা জেলা সভাপতি মাওলানা তায়াক্কুল বিল্লাহ, ঝিনাইদহ সভাপতি মাওলানা আশরাফুল হক, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আশিকুর রহমান, মেহেরপুর জেলা সভাপতি মাওলানা ওয়েজকরুনি। নড়াইল জেলা সভাপতি মাওলানা ওহিদুজ্জামান।
এ ছাড়াও উক্ত সম্মেলনে কেন্দ্রীয় ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রাইভেট মাদ্রাসার সম্মানিত পরিচালক ও প্রিন্সিপাল বৃন্দ। বিভাগীয় কমিটি ও জেলা কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি ঘোষণা করা হয়।
এআর