বরগুনায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  • বরগুনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৪:১৪ পিএম

বরগুনা: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিবাদ্যে বরগুনায় ৫৩ তম জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় ভাবে সমাবেশ দিবস পালিত হয়ে থাকে।  শনিবার (২ নভেম্বর) জেলা প্রশাসন ও বরগুনা সমবায় বিভাগ যৌথভাবে দিবসটির আয়োজন করে। 

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে সকাল দশটায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ-উপলক্ষ্যে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা শহরে একটি শোভাযাত্রা বের করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা পরিষদ প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন। আলোচনা সভায় বরগুনার কৃষক, মৎস্য ও বিভিন্ন পেশার সমবায় সমিতির প্রতিনিধিগণ আলোচনা অংশ গ্রহণ করে। এছাড়া বিভিন্ন সমবায় সমিতির সাফল্যতা তুলে ধরে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী করা হয়।

এসএস