ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে একজনের মৃত্যু, আহত ৫

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৫:০৩ পিএম
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে একজনের মৃত্যু, আহত ৫

ময়মনসিংহ: ময়মনসিংহের রহমতপুর বাইপাস মোড়ে একটি সিএনজি ফিলিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

সোমবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, আগুনের ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি।

তিনি আরও বলেন, দগ্ধ হয়ে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আগুনে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

এসএস

AddThis Website Tools