সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল গ্রেপ্তার

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৯:২৩ পিএম
গ্রেপ্তার চার দালাল। ছবি: সোনালীনিউজ

কক্সবাজার: টেকনাফে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকাজে জড়িত চার দালালকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে তিন নারী ও নয় কিশোরী রয়েছেন। তারা সকলে উখিয়া বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে এ অভিযান চালানো হয়।  সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী এলাকার মোঃ কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), একই এলাকার কেফায়েত উল্লাহ ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।

[236346] 

ওসি গিয়াস উদ্দিন বলেন, সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে, এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় চারজন পাচারকারীকে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয় ১২ জনকে।  

উদ্ধার করা ভুক্তভোগীদের রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনায় সম্পৃক্তদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

এসএস