বরগুনা: বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ২ শত গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পাথরঘাটা বাজারে নাসির নামের এক ব্যক্তি এই পাঙাশ মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন।
নাসির জানান, দুপুরে মাছ শিকারের জন্য বিষখালী নদীতে জাল ফেলেন তিনি। তখন জালে বিশাল আকৃতির একটি পাঙাশ ধরা পড়ে। পাঙাশটি বাড়িতে নিয়ে এসে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১২ কেজি ২০০ গ্রাম। বাজারে আনার পর প্রতি কেজি ৮শত টাকা দরে মাছটির দাম চাচ্ছেন নয় হাজার ৮শত ৪০ টাকা। যদিও রাত ৮ টা পর্যন্ত মাছটি বিক্রি করতে পারেননি তিনি।
[236448]
নাসির আরও জানান, এতো বড় মাছ তার জালে কখনো ধরা পড়েনি। এই মাছটি পেয়ে তিনি আনন্দিত।
স্থানীয় ক্রেতা ইউসুফ জানান, এখন বর্তমান বাজারে একত্রে এত টাকা দিয়ে একটি মাছ কেনা সম্ভব নয়। যদি কেজি অনুসারে কেটে বিক্রি করে তাহলে সকলের পক্ষে হয়তো মাছটির ভাগ কেনা সম্ভব হবে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য দীর্ঘ ২২ দিন অবরোধ ছিল। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে ও সমুদ্রে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন ও বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেরা লাভবান হবেন।
এসএস