হাসপাতাল থেকে শিশু চুরি, নারী গ্রেপ্তার

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৮:৫০ পিএম

কক্সবাজার: কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে নুর মোস্তফা নামের ৮ মাসের এক শিশু চুরি হয়েছে। পরে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে পুলিশ চোরচক্রের এক নারী সদস্য সহ শিশুটি উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে কক্সবাজারের রামু উপজেলার ধেছুয়াপালং এলাকা থেকে অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশু নুর মোস্তফা কক্সবাজারের উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ১০০ ব্লকের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হলে কৌশলে শিশুটি চুরি হয়ে যায়।

[236454]

শিশুটি দাদা নুরুল ইসলাম জানান, ‘গত বৃহস্পতিবার পায়ে ব্যাথা জনিত কারণে পুত্র বধূ মিনারা বেগম উখিয়ার কুতুপালংয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পুত্রবধূ মিনারা বেগমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনারার কোলে থাকা শিশু সন্তান নুর মোস্তফাকে নিয়ে চোরচক্র সিন্ডিকেটের নারী সদস্য তসলিমা আক্তার কৌশলে সটকে পড়ে। এক পর্যায়ে শিশুটি হাসপাতালে খোঁজাখুঁজি করার পর সিসিটিভির ফুটেজ দেখে তসলিমা আক্তারকে শনাক্ত করেন। পরে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: রহমত উল্লাহ নির্দেশে সদর থানার পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে কক্সবাজারের রামু উপজেলার ধেছুয়াপালং এলাকা থেকে তসলিমাকে গ্রেপ্তার করে পুলিশ। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফয়েজুল আজিম নোমান জানান, ‘হাসপাতাল থেকে শিশু চুরি হওয়ার পরপরই দ্রুত অভিযানে নামেন পুলিশ। এক পর্যায়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার সহ নারী ও শিশু পাচারকারি চক্রের সদস্য তসলিমা আক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তসলিমা আক্তার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার মিজানুর রহমানের স্ত্রী। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এসএস