মুন্সিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় আহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেয়া হয়।বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি এই অনুদান প্রদান করে।
প্রধান অতিথি হিসেবে হতাহতদের মাঝে অনুদানের অর্থ তুলে দেন বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও সমিতির সভাপতি, ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ।
[236538]
এসময় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের খোঁজ-খবর নেওয়ার জন্য আজকে আমরা কয়েকজন আহতের বাড়িতে এসেছি। আহত, তার পরিবার ও আত্মীয়দের সমবেদনা জানানোর জন্যই আজকে আমাদের এখানে আসা। বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির সকল সদস্য আজ এখানে উপস্থিত আছেন।
তিনি বলেন, আমাদের এই উদ্যোগের আজ প্রথম দিন। আজকে ছয়জন আহতদের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। তাদের পরিবারের সকলের প্রতি দেশের জন্য তাদের অবদানের স্বীকৃতিস্বরুপ কৃতজ্ঞতা প্রদানের জন্যই আমরা আজ এখানে এসেছি।
মোহাম্মদ ইউনুছ আরও বলেন, পর্যায়ক্রমে এভাবে আরও পরিবারের মাঝে আমাদের আর্থিক অনুদান তুলে দেয়া হবে। কারণ একদিনে সবার বাসায় যাওয়া সম্ভব হয় না। তাই আমরা ছয়জন- ছয়জন করে কয়েকটি গ্রুপ করেছি। ধারাবাহিকভাবে বিভিন্ন দিনে তাদের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, আজকে আমরা প্রথম গ্রুপের হাতে অনুদান তুলে দিয়েছি। যদি আমরা স্ব-শরীরে তাদের বাড়িতে না আসতাম, তবে তাদের কষ্ট, তাদের দুঃখ এবং তাদের সমস্যাগুলো আমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না।
‘ছাত্র আন্দোলনে এই মুন্সিগঞ্জে যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের সব সময় শ্রদ্ধা এবং সহযোগীতা থাকবে ইনশাআল্লাহ। তাদেরকে যতোটা পারি আমাদের পক্ষ থেকে সহযোগীতা করে যাওয়ার চেষ্টা করে যাবো।’
[234756]
মোহাম্মদ ইউনুছ বলেন, এই মুন্সিগঞ্জবাসীর কল্যাণের কাজে আমাদের বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি সবসময় নিয়োজিত আছে। এর আগেও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন প্রয়োজনে আমাদের সমিতির পক্ষ থেকে জনকল্যাণ ও সেবামূলক কাজ করা হয়েছে। বিভিন্ন দুর্যোগকালীন ও মানুষের বিপদের সময়ে আমরা সহযোগীতা করে তাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করছে বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতি।
অনুদান প্রদানকালে সমিতির পৃষ্ঠপোষক ও সমিতির সাধারণ সম্পাদক মো. তাহিয়াত হোসেন বলেন, আজকে বিক্রমপুর-মুন্সিগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। এই সমিতিটি জনকল্যাণমূলক একটি সংগঠন। আমরা সেবামূলক বিভিন্ন কাজে সব সময় সম্পৃক্ত থাকি। কিছুদিন আগে আমাদের দেশে গণতন্ত্রের জন্য মহান একটি ঘটনা ঘটে গেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের মুন্সিগঞ্জবাসীর অবদান অনস্বীকার্য। তাদের এই অবদান স্বীকৃতিপ্রাপ্ত হওয়া উচিত। আমরা চাচ্ছি যারা এই আন্দোলনে আহত এবং নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা ও কিছু সহযোগীতা করতে।
[232874]
তিনি বলেন, আমরা আজ হতাহতদের বাড়িতে গিয়ে তাদের যে অবস্থায় দেখেছি, আমরা মনে করি প্রতিনিয়ত তাদের সহযোগীতা করা প্রয়োজন। আমরা চেষ্টা করবো তাদের পাশে সব সময় থাকার জন্য। এছাড়া অন্য যেসব সংগঠন ও ব্যক্তি এমন সহযোগীতা করে, তাদের সাথে সমন্বয় করে আমরা তালিকা করে হতাহতদের সহযোগীতার চেষ্টা করবো।
অনুদান প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, সমিতির সদস্য মনির মোল্লা, আব্দুল আলীম রানা, মাজেদুর ইসলাম, আরিফ সরদার, আশিক, আলমাছ সহ আরও অনেকে।
এসএস