সাভারে ভ্যানচালক দেলোয়ার হত্যার মূলহোতা গ্রেপ্তার

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০১:১২ পিএম

ঢাকা: সাভারে ভ্যানচালক দেলোয়ার হোসেন হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪ এর সদস্যরা।  রোববার (১০ নভেম্বর) রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (১১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-৪।

[236912]

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সকালে সাভারের মেইটকা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতদের স্বজনেরা পরিচয় শনাক্ত করে এবং সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে র‍্যাব-৪ ছায়া তদন্তে নেমে গেল রাতে রাজধানীর হাজারীবাগ থেকে হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা সোহেল রানাকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। পূর্ব শত্রুতা ও নারীঘটিত কারণেই ভ্যানচালক দেলোয়ারকে হত্যা করা হয়েছে বলেও জানতে পেরেছে সংস্থাটি।

আই/এসএস