পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুসকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী এলাকায় দীর্ঘ ২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে আসলে পুলিশ তাকে গেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামি আব্দুল কুদ্দুসকে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, আসামি আব্দুল কুদ্দুস উত্তর বানিয়ারী গ্রামের মান্নান হাওলাদার এর ছেলে।
[237126]
পুলিশ জানায়, ঝালকাঠির মানপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়িতে দীর্ঘদিন ডেইলি লেবার হিসেবে কাজ করতেন আসামি কুদ্দুস। সেই সুবাদে আনোয়ারের মেয়ে শাহনাজের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। বিষয়টি শাহনাজের পরিবারও জানতে পারলে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় আব্দুল কুদ্দুস। পরে চট্টগ্রাম শহরে নিয়ে ২০ হাজার টাকা দেনমোহরে ইসলামিক বিধি বিধান মোতাবেক শাহনাজকে বিবাহ করেন। শাহনাজের পিতা আনোয়ার মোল্লা সম্পদশালী হওয়ায় কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং আদালতে মামলা করেন। এ বিষয়ে সাজাপ্রাপ্ত আসামি কিছুই জানেন না বলে জানিয়েছেন। ওই সময় বাড়ি ত্যাগ করে যাওয়ার পরে আর বাড়ি ফেরেনি আব্দুল কুদ্দুস। মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে মাকে দেখতে এসে অবশেষে আটক হয়েছে।
[237129]
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ জানান, ৯৮ সালে ঝালকাঠি জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত আসামি আব্দুল কুদ্দুসকে এ সাজা দেন। তবে, আসামি দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পরে আজ গ্রেপ্তার হয়েছে।
এসএস