গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এবার এর প্রতিবাদে ওই পোশাক কারখানার শ্রমিকেরা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।
জানাগেছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় প্রতিদিনের মতো এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড এর পোশাক শ্রমিকরা কাজে যোগদান করার জন্য কারখানায় আসেন। পরে তারা কারখানা গেটে এসে দেখেন কোন কারণ ছাড়াই হঠাৎ কারখানার গেটে বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পরে তারা এর প্রতিবাদে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার কলেজ রোড এলাকার ওই কারখানার সামনে জৈনাবাজার-কাওরাইদ সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
[237164]
শ্রমিক এ আন্দোলনের কারণে ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে পথচারীরা।
আন্দোলনরত পোশাক শ্রমিকেরা সোনালী নিউজকে জানান, হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, উৎপাদন বোনাসসহ কোনো সুযোগ-সুবিধা কারখানা থেকে কিছুই দেওয়া হয় না।
এছাড়াও প্রতি মাসে সপ্তম কর্ম দিবসে বেতন দেওয়ার কথা থাকলেও ১৫ তারিখের পর বেতন দেয়। এত সব অনিয়ম মেনে নিয়েই তারা কাজ করে আসছিলেন। কিন্ত বৃহস্পতিবার সকালে অফিসে এসে দেখেন কারখানা গেটে হঠাৎ বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে মালিক পক্ষ। অথচ এখনো বকেয়া বেতন রয়েছে। এজন্য এর প্রতিবাদে আঞ্চলিক সড়ক অবরোধ করছেন।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে গেছে। এ মুহূর্তে না জেনে কিছু বলতে পারছি না। তবে আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এমএস/এসআই