লক্ষ্মীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

  • লক্ষ্মীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৫:০০ পিএম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ‘সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এ স্লোগান নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর ডায়াবেটিকস হাসাপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের ঝুমুর এলাকার ইলিশ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরু, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, মো. হোসেন, সদস্য বেলাল আহমেদ ও হারুন অর রশিদ।

[237195]

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৯৯৮ সালে লক্ষ্মীপুর ডায়াবেটিক হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। এ হাসপাতালের আওতায় বর্তমানে প্রায় ৩০ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে গেল বছর ছিল সাড়ে ২৮ হাজার রোগী। এবার প্রায় ১৫০০ নতুন রোগী চিকিৎসার আওতায় এসেছেন। ৩০ শতাংশ কম মূল্যে এখানে গরীব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। পুরো জেলা থেকেই এখানে চিকিৎসা নেন রোগীরা। 

লক্ষ্মীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরু বলেন, রোগীদের সঠিক সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। গরীব রোগীদের ক্ষেত্রে আমরা ৩০ শতাংশ কম মূল্যে সেবা দিয়ে আসছি। প্রত্যেক রোগীকেই সুচিকিৎসা প্রদানে আমরা বদ্ধপরিকর। 

এসএস