পাবনায় অবৈধভাবে দখল হওয়া খাল মুক্ত করার কাজ শুরু

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৫:৪১ পিএম

পাবনা: পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মা কোল খালে অবৈধ দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। শনিবার (১৬ নভেম্বর) সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।

[237345]

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাধুপাড়া থেকে অন্তত পর্যন্ত খালটি দখল ও দুষণমুক্ত করা কাজ বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। স্বেচ্ছাসেবামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। প্রভাবশালীদের অবৈধ দখলে পদ্মার কোল ও ইছামতি নদী দূষিত এক নর্দমায় পরিণত হয়েছে। ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। মশা মাছির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দখল ও দূষণমুক্ত হলে উপকৃত হবেন পৌরবাসী। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৬৪টি জেলার ৬৪টি খাল অবৈধ দখল দখলমুক্ত ও দুষণমুক্ত করা হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের আটটি জেলার আটটি খালকে চিহ্নিত করা হয়েছে। আমরা পাবনা জেলায় শহরের সাধুপাড়ায় পদ্মা কোল খালটিকে চিহ্নিত করেছি। এটাকে অবৈধ দখল ও দূষণমুক্ত করবো। সেই লক্ষ্যে বিভিন্ন দপ্তর ও সংস্থার সহযোগিতায় কাজ শুরু হয়েছে।’

এসএস