খুলনা: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খুলনা বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিকমানের ভেন্যু। ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালে অনুর্দ্ধ-১৯ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আর আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয় নি। আওয়ামী সরকারের দেড়যুগে খুলনাবাসী ক্রীড়া আনন্দ থেকে বঞ্চিত ছিল। রাষ্ট্রের বহু টাকা ব্যয়ের পরও শুধু রক্ষণাবেক্ষণের অভাবেই স্টেডিয়ামটি ধ্বংসের দ্বারপ্রান্তে। বিএনপি’র নেতৃত্বে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে খুলনায় নিয়মিত আন্তর্জাতিক খেলাধুলা অনুষ্ঠিত হবে।
[237357]
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। আগামী ২৩ নভেম্বর আন্তর্জাতিকমানের ভেন্যুতেই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর একটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও আহতদের পরিপুর্ণ সুস্থ্যতা কামনা করে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদেশের ক্রীড়ামোদীদের জন্যে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ আয়োজন করেছি। এই দেশে মাফিয়া সরকার পরাস্ত হয়ে পলায়নের পরে সমাজে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। গণঅভ্যুত্থানে অংশগ্রহনকারী ছাত্র-জনতা ও বর্তমান সরকারকে দেশের মানুষ অকুণ্ঠ সমার্থন দেয়ায় গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এই গণতন্ত্রনকে পুনরুজ্জীবিত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দীর্ঘদিন নাজেহাল অবস্থা করেছিল ফ্যাসিষ্ট সরকার। দেশের মানুষ খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মাঠগুলো মাদকের আড্ডায় পরিণত হয়েছিল। ফ্যাসিবাদের দালালরা বিভিন্নভাবে ক্রীড়া সংগঠনগুলোতে নির্যাতন ও লুটপাটের প্রতিষ্ঠানে পরিণত করেছিল। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় যুবসমাজকে মাঠে ফেরানোর জন্যে এবং মাদকমুক্ত একটি সমাজ বিনির্মাণে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর আয়োজন করেছি। মূলতঃ দেশের ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর রূপ দেবার জন্যেই ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট’র আয়োজন। বিভাগীয় স্টেডিয়ামটিতে খেলাধুলার আয়োজনের অনুমতি ও সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি খুলনাবাসীর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
[237332]
ভেন্যু পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা ও সাংগঠনিক ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক শফিকুল আলম তুহিনসহ সকল উপ-কমিটির নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠনবৃন্দ।
প্রসঙ্গত্ব, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গত ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’ এর শুরু হয়েছে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
জাতীয় ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত দেশের ১০টি বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। খুলনার ম্যাচটি সফলে শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটিসহ ১১টি উপ-কমিটি গঠন করা হয়।
এসএস