টাঙ্গাইলে নানা কর্মসূচিতে মাওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০১:৫৩ পিএম

টাঙ্গাইল: টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্য দিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ার আজিম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়।

[237380]

এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ভাসানী পরিবারের পক্ষ থেকে মাজারে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিএনপি, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

ভোর থেকেই ভাসানীর অনুসারীরা মাজার প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হচ্ছে।

এসএস