নীলফামারীতে চালু হলো ‘ন্যায্য মূল্যের বাজার’

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৫:০৯ পিএম

নীলফামারী: নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে নীলফামারী জেলা প্রশাসনের তত্বাবধানে ন্যায্যমূল্যের বাজার চালু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে জেলা শহরের নতুন বাজারে ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, সেনাবাহিনীর মেজর হাসান মাহমুদ, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের অধিনায়ক মেজর ইশতিয়াক, অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী প্রমুখ।

[237424] 

সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ বক্তব্য দেন।

উদ্বোধনী দিনে ন্যায্য মূল্যের এই বাজারে মুলা প্রতি কেজি ৪০টাকা, ফুলকপি ৬০ টাকা, বেগুন ৪০ টাকা, লাউ প্রতিপিস ৩৫ টাকা, ডিম ৪৩ টাকা হালিতে বিক্রি করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিনই এই বাজার খোলা থাকবে।  দিনের যেকোন সময় 
ক্রেতারা এখান থেকে নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন। 

এসএস