পাবনায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গুলি জব্দ

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৬:৪৮ পিএম
পাবনায় ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গুলি জব্দ

পাবনা: পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল।

পাবনায় গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন ব্যবসায়ী রফিজুল ইসলামের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

ওসি হাসান বাসির আরও জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পুলিশ লাইনের অস্ত্রাগারে জমা রাখা হবে। ভবিষ্যতে যদি তদন্ত করে অস্ত্রের মালিককে পাওয়া যায় তখন মামলা দায়ের হবে। 

এসএস

AddThis Website Tools