টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয় মিলেছে।
নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাবদুল শেখের ছেলে শাহজল শেখখ, আক্তার আলীর ছেলে রবিজল শেখ। একই উপজেলার মহালগিরি বাজার এলাকার হেকমত আলীর ছেলে পিকআপ ভ্যান চালক সুজন মিয়া ও চালকের সহকারী কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের মধুপুর পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
[237580]
নিহতের স্বজনরা জানান, শাহজল শেখ ও রবিজল শেখ জামালপুরের বিভিন্ন এলাকা থেকে সবজি কিনে পিকআপে করে ঢাকায় নিয়ে বিক্রি করতো। সবজি বিক্রি শেষে রাত ২টার দিকে পিকআপে করে গ্রামের উদ্দেশ্য রওনা দেয় তারা। পথে পিকআপের সাথে বিনিময় বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ সবাই মারা যায়। নিহতরা সবাই দরিদ্র পরিবারের। তাদের মৃত্যুতে বিপাকে পরিবারগুলো।
মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, ভোরে মধুপুর পৌর এলাকার মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুরুত্বর আহতবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
এদিকে বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এসআই