গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে আবারও শ্রমিক বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে। এতে করে ওই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকেই পোশাক শ্রমিকেরা চক্রবর্তী এলাকায় বিক্ষোভে নামেন। পরে তাদের ওই বিক্ষোভের সঙ্গে একমত পোষণ করে পাশের ডরিন ও আইরিশ কারখানার শ্রমিকরা মিলিত হয়ে সড়ক অবরোধ করে রেখেছে। এতে করে বাধ্য হয়েই পরিবহনগুলো বিকল্প রাস্তায় চলাচল শুরু করেছে।
[237585]
এ দিকে আন্দোলনকারী শ্রমিক, পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাজারো শ্রমিকেরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে চন্দ্রা-নবীনগর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের ডরিং কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। পরে বাকবিতন্ডার এক পর্যায়ে বেক্সিমকো ও ডরিং কারখানার পোশাক শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এক পর্যায়ে ডরিং কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে ইটপাটকেল ছুঁড়লে আশেপাশের দোকানপাট ও বাসাবাড়িতে পড়ে। পরে এলাকাবাসীরা শ্রমিকদের উপরহামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ত্রিমুখী সংঘর্ষের এক পর্যায়ে জিরানী বাজারের পাশে অ্যামাজন নিট ওয়্যার নামে একটি কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে এ সংঘর্ষের কবলে পড়ে কম পক্ষে ১০ জন আহত হওয়ায় খবর পাওয়া যায়।
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকালের মতোই শ্রমিকরা মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকেই সড়ক অবরোধ করেছেন। আন্দোলনরত শ্রমিকেরা গতকাল সারাদিন অবরোধ করে রেখে স্বেচ্ছায় রাতে সড়ক ছেড়ে দেন। পরে তারা আবারও আজ সকালে বকেয়া বেতনের দাবিতে সড়কে নেমেছেন। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
এসআই