সড়কের পাশে নগর বর্জ্য, প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৫:১৯ পিএম

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের প্রবেশ পথগুলোতে দীর্ঘ দিন যাবত নগর বর্জ্য ফেলছে পৌরসভা। এতে স্থানীয় বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নতুন করে সম্প্রতি কয়েক দিন যাবত কাগমারী ব্রীজ থেকে ভাসানী বিশ্ববিদ্যালয়মুখী সড়কের শ্মশান ঘাট সংলগ্ন এলাকায় নগর বর্জ্য ফেলছে পৌরসভা। এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি করেছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে রাণী দিনমনী শ্মশান ঘাটের সামনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়য়ের গ্রীন ক্লাব, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী এ কর্মসূচির আয়োজন করে।

[237712]

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআর) বিভাগের অধ্যাপক এসএম সাইফুল্লাহ, সহযোগী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, গ্রীন ক্লাবের আহ্বায়ক মো. শামীম কবির, শিক্ষার্থী তুর্ণা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সড়কের পাশে প্রভাব খাটিয়ে পঁচা দুগর্ন্ধযুক্ত বর্জ্য ফেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ময়লা আবর্জনা ফেলায় পরিবেশের পাশাপাশি জন স্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলনকারী।

এসএস