বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক যুবদলকর্মীকে কুপিয়ে আহত এবং অন্য একজনকে মারধর করে আহত করেছে হামলাকারীরা। পুড়িয়ে দেয়া হয়েছে আহতদের বহনকারী মোটরসাইকেলটিও।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট নামকস্থানে ঘটনাটি ঘটে। আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
[237744]
এদিকে এঘটনায় আমতলী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার মৃধা সহ ৩২ জনকে আসামি করে বিশেষ আইন ও বিস্ফোরক আইনে আমতলী জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করেন বিএনপি সমর্থক ও উত্তর টিয়াখালী গ্রামের শহিদুল ইসলাম। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন।
জানা যায়, মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত আমতলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। এসময় স্থানীয় যুবদলকর্মী খোকন তাদের বাঁধা দেয়। এতে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত ও তার সাথে থাকে অপর একজনকে মারপিট করে।
আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলেছে। আওয়ামী সন্ত্রাসীদের এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।
আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির অভিযোগ করে বলেন, গতকাল রাতে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক চাওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খাঁন, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম খোকন মৃধা ও সাবেক কাষ্টমস কর্মকর্তা নুরুল ইসলামের নির্দেশে হেলমেট পরিহিত ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে। তিনি আরও বলেন, ভাঙচুরে বাধা দেয়ায় যুবদল নেতা খোকন হাওলাদারকে কুপিয়ে এবং শ্রমিক দল নেতা রাসেলকে পিটিয়ে গুরুতর জখম করেছে।
[237743]
এব্যাপারে প্রধান অভিযুক্ত উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সদর ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, বিএনপির নেতাকর্মীরা নিজেরাই হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করতে এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে সাবেক কাষ্টমস কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। আমি গতকাল ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সাবেক সাংসদ নুরুল ইসলাম মনির চেম্বারে উপস্থিত ছিলাম।
এব্যাপারে আমতলী থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বিএনপি অফিস ভাংচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় এব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি।
এসএস