অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ‘খেকো’ খ্যাত বিনিময় পরিবহনের বাস

  • টাঙ্গাইল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৯:২১ পিএম

টাঙ্গাইল: অনির্দিষ্টকালের জন্য ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে বন্ধ ঘোষণা করা হয়েছে বিনিময় পরিবহনের বাস। বুধবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানিয়েছে।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে চলাচলের কারনে বিনিময় পরিবহনের বাস প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। গত দুই বছরে শুধু বিনিময় বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। যার কারনে বিনিময় বাসকে অনেকেই ‘খেকো বাস’ নামেই ডাকে। সবশেষ গত মঙ্গলবার (১৯ নভেম্বর) মধুপুরের মালাউরি এলাকায় বিনিময় পরিবহনের বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ ৪জন নিহত হয়।

[237743]

এই দুর্ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিনিময় পরিবহনের বাস বন্ধের দাবি জানিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়। পরে বুধবার সকালে বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে পূর্ব ঘোষণা ছাড়া বিনিময় পরিবহনের বাস বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে ধনবাড়ি থেকে ঢাকাগামী যাত্রীরা। অনেকেই বাসস্ট্যান্ডে গিয়ে বাস বন্ধ পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে করে ঢাকার দিকে যাচ্ছে। এতে বেড়েছে ভোগান্তি।

নাম প্রকাশ না করা শর্তে বিনিময় পরিবহনের এক চালক জানান, আমরা প্রতিদিন যে কয়েকটা টিপ মারতে পারি. সে অনুযায়ী আমরা টাকা পাই। আমাদের নির্দিষ্ট কোন বেতন নাই। যার কারনে অনেক চালক বেপরোয়া ভাবে বাস চালিয়ে থাকে। সারাদিনে একটা টিপ বেশি মারতে পারলে টাকাও বেশি পাই। যদি মাসিক বেতন নির্ধারণ করা থাকতো তাহলে স্বাভাবিকভাবেই গাড়ি চালাত চালকরা। তাছাড়া বেশ কিছু নেশাগ্রস্ত চালকও রয়েছে। যারা অন্য চালকদের তুলনায় টিপ প্রতি টাকাও কম নিয়ে থাকে। যার কারনে মালিকরাও তাদের গাড়ি দেয়। এরাই বেশি বেপোয়ারা ভাবে গাড়ি চালায়।

[237744]

এ বিষয়ে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিনিময় পরিবহনের বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসএস