রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত

  • রংপুর প্রতিনিধি:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৩:৫০ পিএম

রংপুর: মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে রংপুর ও আশপাশের এলাকায়। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল স্বল্পমাত্রার এই ভূকম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.১।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২ টা ২ মিনিট ২৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, রংপুর সদর থেকেই এ ভূমিকম্পের উৎপত্তি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.১। তবে স্থায়িত্বকাল জানা যায়নি।

এখন পর্যন্ত এই ভূকম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির সন্ধান পাওয়া যায়নি।

আইএ