গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

  • গাজীপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৪, ০২:১৬ পিএম

ঢাকা: গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকার একটি সোয়েটার কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের না জানিয়ে হঠাৎ বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে। এ জন্য বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

রোববার (২৪ নভেম্বর) সকালে শ্রমিকরা এ বিক্ষোভ করেছেন। এ দিকে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার সকালে মহানগরীর গাছা থানার ছয় দানা এলাকায় অমিতি সোয়েটারস লিমিটেড নামের সোয়েটার কারখানার শ্রমিকেরা কারখানা গেটে আসেন। পরে গেটে এসে দেখেন বন্ধের নোটিশ সাঁটানো।

[238003]

এতে ওই নোটিশে লেখা রয়েছে, ‘এতদ্বারা অমিতি সুয়েটার্স লিমিটেডে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে কারখানায় কোনো কাজ না থাকায় আগামী ২৪ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সংশ্লিষ্টধারা মোতাবেক লে-অফ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদেরকে আইন অনুযায়ী লে-অফ কালীন ক্ষতিপূরণ প্রদান করা হইবে। ’

পরে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময়ে শ্রমিকদের বিক্ষোভে ওই মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে দেড় ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্য শ্রমিকদের সড়ক থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

[237999]

এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সকালে কারখানা শ্রমিকরা কারখানার প্রধান ফটকের কারখানা লে-অফ ঘোষণার নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

এসএস