কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কুমিল্লা জেলা ও মহানগর কমিটি ভেঙে দিয়ে কমিটি পুনর্গঠন না করলে কুমিল্লা ব্লকেড কর্মসূচির পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির ব্যানারে আন্দোলন করা একাংশ।
রোববার (২৪ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই হুশিয়ারী দিয়েছি কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়ক তালহা যোবায়ের। সোমবার (২৫ নভেম্বর) নতুন কমিটি ঘোষণা না করলে রাত ১২ টার তারা কুমিল্লা ব্লকেড কর্মসূচি পালন করবেন।
[238108]
প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়, দেশের এই ক্রান্তি লগ্নে বৈষম্যর কমিটি নিয়ে কথা বলতে হচ্ছে। আমরা কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি দিয়েছি আপনারা অবগত আছেন। আমরা কেন্দ্রীয় কমিটিকে জানান দিতে চাই আগামীকাল (সোমবার) রাত ১২টার মধ্যে যদি কুমিল্লা জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষনা করে পুনর্গঠন এর ঘোষণা যদি না দেয়। তাহলে পরশু কুমিল্লা কান্দিরপার ব্লকেড কর্মসূচি বিকেল ৩টায়। যদি কেন্দ্রীয় কমিটি আবার অবহেলা করে তাহলে এই কুমিল্লার বুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল কাজে ব্যাহত হবে।
আপনারা ভূলে যাইয়েন না কুমিল্লা কী? কুমিল্লা বিপ্লবীদের ঠিকানা, সরকার পতনের মূল হাতিয়ার কুমিল্লা, তাই আবার জেলা ও মহানগর পুনর্গঠন জন্য অনুরোধ জানানো হলো
এর আগে শনিবার (২৩ নভেম্বর) রাতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে কেন্দ্র ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেন সংগঠনটির একাংশের নেতারা। বিক্ষোভ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জানানো হয়।
[238109]
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৫ সদস্যবিশিষ্ট কুমিল্লা জেলা কমিটি এবং পরদিন শনিবার বিকেলে ১৯৭ সদস্যবিশিষ্ট কুমিল্লা মহানগরের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। আগামী ছয় মাসের জন্য কমিটি দুটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
এসএস