ঢাকা: অহিংস গণ-অভ্যুত্থানের বাংলাদেশ ব্যানারে রাজধানীতে প্রবেশের সময় দুটি বাস আটকে দিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এসময় বাসে থাকা ৫৭ জন নারী, ১৭ জন পুরুষসহ ৫ শিশুকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৩ জন বাদে বাকীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে দুটি বাসসহ তাদের হেফাজতে নেয় পুলিশ।
[238138]
পুলিশ জানায়, অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে দুটি বাস যোগে রাজধানীতে যাচ্ছিলেন তারা। ঋন প্রদানসহ আর্থিক সহায়তা ব্যবস্থা করে দেবার আশ্বাসে একটি চক্র তাদের রাজধানী ঢাকায় নিয়ে অরাজকতা পরিবেশে সৃষ্টির পরিকল্পনা করেছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার থেকে বাস দুটি আটকে যাত্রীদের হেফাজতে নেয়া হয়। পরে বাসে থাকা ৫৭ জন নারী, ১৭ জন পুরুষ ও ৫ জন শিশুর মধ্যে ৩ জন বাদে বাকীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, পুলিশ হেফাজতে থাকা ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চক্রের বাকীদের বিষয়ে তথ্য যোগাড় করতে। এছাড়া, এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এই/এসএস