জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

  • সিলেট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৮:৪০ পিএম

সিলেট: জুলাই গণহত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেটের রেজিস্ট্রারী মাঠ থেকে সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষ্যে এই মিছিল বের হয়। মিছিলটি সিলেট নগরের বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্ট অতিক্রম করে আম্বরখানা পয়েন্টে হিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার শিবির নেতাকর্মী অংশ নেন।

সিলেট মহানগর শাখার সেক্রেটারী জেনারেল শাহীন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শরীফ মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারেক মনোয়ার প্রমুখ।

[238296]

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়মতান্ত্রিক উপায়ে জনগণের সকল দাবীদাওয়া আদায় করে থাকে। আমরা যেরকম ধৈর্য্য ধরতে জানি, ঠিক তেমনি আমার ভাইবোনদের ওপর আক্রমণকারী ওই স্বৈরাচার ফ্যাসিস্টের দোসররা আরাম-আয়েশে বসে বিলাসী জীবন কাটালে, ইসলামী ছাত্র শিবির তখন বসে থাকবে না। 

ইসলামী ছাত্র শিবির যেরকম ধৈর্য্যের সাথে ইস্পাত দৃঢ় মনোবল গড়ে তুলতে পারে, অনুরূপভাবে প্রয়োজনে জীবন দিয়ে রাজপথে মোকাবেলা করতে পারে। অন্তবর্তীকালীন সরকারকে জানাতে চাই, ছাত্রজনতার পালসকে আপনারা বুঝতে শিখুন। আমার ভাইদের ওপর, বোনদের ওপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্টরা যেন দ্বিতীয়বার আর মাথা তুলে দাঁড়াতে না পারে আর কোনো সুযোগ যেন না পায়, সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিল্লিতে বসে বসে ওই খুনি হাসিনার উসকানিমূলক পদক্ষেপ বাংলাদেশে বসে যেসমস্ত খুনিরা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে বলতে চাই, ওই খুনি হাসিনা ওখানে আরাম-আয়েশে আছে। আর আপনারা এখানে আপনাদের জীবনকে কঠিনের দিকে ঠেলে দিবেন না। বাংলার মানুষ সেটা সহ্য করবে না, মেনে নিবে না। আমরা বলতে চাই, আমার যেসব ভাই-বোনেরা কবরের মধ্যে আছে, তাদের খুনিরা কিভাবে একমাসের মধ্যে মুক্তি পায়? আইন বিভাগকে বলতে চাই, এরকম কোনো ভুল পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন না। যারা এখনো অসুস্থ আছে, হাসপাতালে-বাড়িতে আছেন চিকিৎসা করাতে পারছেন না, অন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, তাদের পাশে দাঁড়ান। তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, সে ব্যবস্থা করেন। 

এসএস