ময়মনসিংহ: ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলীসহ চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে।
আইনজীবী রিয়াদ মোহাম্মদ সাঈদ জানান, নগরীর মোহাম্মদ আলী রোডের খালেদুজ্জামান পারভেজ বুলবুল বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের দায়ে আদালতে মামলাটি করেন।
মামলায় অভিযুক্ত অনান্যরা হলেন- সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদুৎ) জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক।
জেলা জজ আদালতের প্রধান তথ্য কর্মকর্তা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৪/৫ ধারায় মামলাটি হয়েছে। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ পারভীন মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনীত অভিযোগ জেলা সমন্বিত দুর্নীতি দমন কর্মকর্তার কার্যালয়ে তদন্ত ও প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
এসএস