প্রতিবেশীর ঘরে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ

  • বগুড়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০১:০৪ পিএম

বগুড়া: নিখোঁজের একদিন পর বগুড়ায় শহরের চারমাথার ধমকপাড়া এলাকায় প্রতিবেশী এক নারীর ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় মাহদী হাসান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় তহমিনা নামে ওই নারীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শিশু মাহদী ওই এলাকার শফিকুলের ছেলে। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নিখোঁজ ছিলো মাহদী।

[238419]

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, মাহদীকে বৃহস্পতিবার সকালেও বাড়ির সামনে খেলতে দেখে তার পরিবার। সকাল ১১টার দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আজ সকালে শফিকুলের প্রতিবেশী তহমিনার বাড়িতে শিশুটির লাশ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই নারী এবং বাড়িতে হামলা চালায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে সেনাবাহিনীর সদস্যরাও সেখানে আসেন। 

বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, ‘৯৯৯- এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিশুটির মরদেহ এখনো পরিবারে কাছে রয়েছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো।’ 

[238408]

তিনি আরও বলেন, ‘কি কারণে এই হত্যাকাণ্ড সেটি এখনও জানা যায়নি। তবে লাশের পাশে একটি মুক্তিপণ আদায়ের চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণের কথা উল্লেখ ছিলো। আটক নারীকে এখনও আমরা কিছু জিজ্ঞাসাবাদ করতে পারিনি। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত তথ্য পরে বলতে পারবো।’

এসএস