পটুয়াখালী : গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে। সরকার হয়তো বিচার ব্যবস্থার মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে সেই পদক্ষেপ নেবে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপার চর কাজল ইউনিয়নে নিজ জন্মভূমির গণসংবর্ধনায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার বিদায়ের পর নতুন সরকার গঠিত হলেও দেশে নানা ধরনের সংকট, অস্থিরতা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নতুন সরকারের নিয়ন্ত্রণে আসেনি। তবে দেশে একটি পরিবর্তন এসেছে। এ কারণে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে। আগামীর বাংলাদেশকে নিজের মত করে বির্নিমাণ করতে চাচ্ছে। আমরা চাই না আগামীতে এ ধরনের কোনো স্বৈরশাসন গড়ে উঠুক।
[238464]
শুক্রবার বিকেলে নুরুল হক নূর চর কাজল এসে পৌঁছালে হাজার হাজার নারী-পুরুষ তাকে বরণ করে। এর আগে সকালে গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার নাসিম রেজার সঞ্চালনায় জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় যোগ দেন নুরুল হক নূর।
এমটিআই