ঢাকা: সাভারের আশুলিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিক এলাকার একটি শাখা সড়ক ধরে হেঁটে ভাড়া বাড়িতে ফিরছিলেন ফয়সাল কবির নামের ওই যুবক। এসময় অজ্ঞাত পরিচয় ৮-৯ জন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের ধরতে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
এই/এসএস