টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের ৪জন। গত শুক্রবার জুমার নামাজের আগে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে কালিমা পড়ে বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।
ধর্মান্তরিতরা হলেন, রুপম চাকমা (নতুন নাম মোহাম্মদ আবদুল্লাহ্) তার স্ত্রী ছবি রানী চাকমা (নতুন নাম আমেনা বেগম), মেয়ে সোনালী চাকমা (নতুন নাম মাফুজা আক্তার) ও ছেলে সীমান্ত চাকমা (নতুন নাম সাজেদুল ইসলাম)। তারা খাগড়াছড়ির লক্ষ্মীপুর উপজেলার নীল কুমারী কার্বারীপাড়া গ্রামের বাসিন্দা। মির্জাপুরের কুরনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন তারা।
[238643]
জানা গেছে, রুপম চাকমা তার পরিবার নিয়ে ঢাকা নোটারি পাবলিক কার্যালয় থেকে ধর্মান্তরিত হওয়ার হলফনামা নিবন্ধন সম্পন্ন করেন। পরে পবিত্র কালিমা পাঠ করে ইসলামি শরিয়তের নিয়ম অনুসারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তারা সবাই নাম পরিবর্তন করে মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা ড. সালাউদ্দিন আশরাফীর কাছে কালিমা পড়েন। এসময় প্রায় ২ হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।
ইসলাম ধর্ম গ্রহণ করা আবদুল্লাহ্ জানান, ইসলাম ধর্মে রয়েছে আল্লাহর অনেক রহমত। তাই পুরো পরিবার নিয়ে স্বেচ্ছায় বৌদ্ধধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
এসএস