গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে চাকরি খুঁজতে বাসা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময়ে প্রাইভেইকার চাপায় রাহিমা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পথচারী রাহিমা খাতুন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মো.রুহুল আমিনের মেয়ে।
[238682]
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার রাহিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। আশপাশের লোকজন দৌড়ে আসার আগেই দ্রুতগতির গাড়িটি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্বজনরা জানিয়েছেন ওই নারী তার এক আত্মীয়ের বাসায় থেকে চাকরি খুঁজছিলেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস