চলন্ত ট্রেনে অবৈধভাবে অর্থ আদায়

দুই এ্যাটেনডেন্টকে বরখাস্ত করে বাঁচার চেষ্টা সাংবাদিক লাঞ্ছিতকারী রেল প্রকৌশলীর

  • লালমনিরহাট প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৯:০১ পিএম

লালমনিরহাট: বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা অর্থ তছরুপ করার অভিযোগে দুই এ্যাটেনডেন্টকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। 

সোমবার (২ ডিসেম্বর) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু স্বাক্ষরীত এক দপ্তরাদেশে তাদেরকে সাময়িক ভাবে বরখাস্ত ও শোকজ করা হয়।

বরখাস্তাদেশ প্রাপ্তরা হলেন, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ক্যারেজ ডিপোর এ্যাটেনডেন্ট সোহেল রানা (টি/নং ৬৪৪) ও আব্দুর রব রাহাত।

যদিও অভিযোগ উঠেছে, স্থানীয় তিন সাংবাদিকদের  তিন সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ থেকে বাঁচতেই তড়িঘড়ি করে দুই এ্যাটেনডেন্টকে বরখাস্ত করেছেন তাজরুজ্জামান বাবু।

[238682]

বিভাগীয় রেলওয়ে দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে তছরুপ করেন ট্রেনের এ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত। এ দৃশ্যটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে যাত্রীদের একজন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মাঝে ছড়িয়ে দেন। পরে এ ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে রোববার লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কাছে যান স্থানীয় কয়েকজন সাংবাদিক। কিন্তু ভিডিওটি দেখার পরেই সাংবাদিকদের উপর তেঁড়ে উঠে হেনস্থা করেন ওই কর্মকর্তা। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের ‘গেট আউট’ বলে রুম থেকে বের করে দেন তিনি।

এ ঘটনায় জেলার সাংবাদিকরা ফুঁসে উঠলে নিজের দায় এড়াতে তড়িঘড়ি করে অভিযুক্ত দুই এ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে শোকজ করে তাদের সাময়িক বরখাস্থ করে সোমবার আদেশ জারি করেন রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু। শোকজের জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়। একই সাথে পৃথক অপর এক আদেশে তাদেরকে সাময়িক ভাবে বরখাস্তও করা হয়। 

দপ্তরাদেশের চিঠিতে বলা হয়েছে, বরখাস্তকালীন সময় তারা খোরাকী বাবদ মূল বেতনের অর্ধেকসহ রেলওয়ের বিধিমত অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ রোববার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

[238735]

লাঞ্চিত সাংবাদিকদের একজন অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোষ্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন বলেন, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ টাকা নিলেও তাদের রশিদ দেয়া হয় না। এমন একটি ভিডিও আমাদের হাতে আসে। পরে এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের জন্য বক্তব্য নিতে লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ এন্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কার্যালয়ে যাই আমরা তিনজন সংবাদকর্মী। এ সময় তিনি আমাদের উপর তেঁড়ে উঠে হেনস্থা করে রুম থেকে বের করে দেন। যারা রাজস্ব আত্মসাৎ করল তাদের বরখাস্তই নয়, চাকুরীচ্যুত করতে হবে। একই সাথে যে কর্মকর্তা গণমাধ্যমকর্মীকে হেনস্থা করেছে তারও ব্যবস্থা নিতে হবে। নয়তো বৃহত্তর কর্মসুচি গ্রহন করবে জেলার সাংবাদিকরা। 

এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দু সালাম বলেন, ‘যাত্রীসেবা সাথে সংশ্লিষ্ট কোনো ধরণের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংবাদিকদের হেনস্থা করার বিষয়েও ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি। 

এসএস