সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাঙ্কারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ধলাই নদীর ১০ নম্বর এলাকার বাঙ্কারে এ ঘটনা ঘটে।
এতে ভূমি অফিসের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতরা হলেন- ভূমি অফিসের সুকুমার নম ও হাবিবুর রহমান।
[238737]
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদের নেতৃত্বে ধলাই নদীতে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে বাঙ্কারের পাশে যাওয়া মাত্রই পাথর দিয়ে ঢিল ছুঁড়তে থাকেন পাথর উত্তোলনকারীরা। তাদের ছোঁড়া ঢিলে এসিল্যান্ড অফিসের দুইজন সদস্য আহত হয়েছেন। তবে তাদের অবস্থা ততটা গুরুতর নয়। পরে সেখান থেকে তারা চলে আসেন।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ বলেন, আমরা বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান পরিচালনা করছি। সোমবারও সেখানে গিয়েছিলাম। বাঙ্কারে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আমরা নৌকা থেকে নামা মাত্রই দুষ্কৃতকারীরা পাথর দিয়ে ঢিল ছুঁড়ে। ঢিল ছুঁড়েই তারা দৌড়ে পালিয়ে যায়। এতে আমাদের ভূমি অফিসের দু’জন স্টাফের ওপর এসে পাথর লাগে।
এসএস