পাবনার সুজানগরে হাজি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • পাবনা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১২:২৮ এএম

পাবনা: পাবনার সুজানগরে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দশটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মার্কেটের জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে।

আগুন একে একে ওই মার্কেটের অন্তত দশটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। রাত সাড়ে ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক শারফুল আহসান ভুঞা জানান, ’খবর পাবার সাথে সাথে প্রথমে সুজানগর ফায়ার সার্ভিস দূর্ঘটনাস্থলে যায়। তারা ব্যর্থ হওয়ার পর পাবনা, সাঁথিয়া ও কাশিনাথপুর থেকে আরও তিনটিসহ মোট চারটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই মুহুর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

এসএস