মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০২:৪৩ পিএম

কুমিল্লা: কুমিল্লা অশোকতলা রেলগেইটের সাথে লন্ডন হাউজের পাশে মাদক ব্যবসায়ীদের অধিপত্য বিস্তার কেন্দ্র করে বাবু (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার ( ৪ ডিসেম্বর) সকালে নগরীর অশোকতলা রেলগেইট সংলগ্ন এলাকায় বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার করা হয়।

নিহতের বাবু দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এসএস